দেবহাটায় ইমিটেশন গয়নার হস্তশিল্প কারখানা পরিদর্শন করলেন নাদিয়া আফরোজ
দেবহাটায় সিটি গোল্ডের তৈরী ইমিটেশনের গয়নার হস্তশিল্প কারখানা পরিদর্শন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ও জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি নাদিয়া আফরোজ। মঙ্গলবার দুপুরে দেবহাটার উত্তর সখিপুরের সেলিম হোসেন সহ বেশ কয়েকজনের ইমিটেশন গয়না তৈরীর হস্তশিল্প কারখানা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে কারখানা ও তৎসংলগ্ন একাধিক বাড়ীতে ঘুরে ঘুরে ইমিটেশন গয়না তৈরীর হস্তশিল্পের কাজ দেখেন তিনি। পাশাপাশি গয়না তৈরিতে কর্মরত নারী-পুরুষদের কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাও শোনেন তিনি। উল্লেখ্য যে, বিগত কয়েক বছর ধরে স্বর্ণালঙ্কারের গয়নার আদলে সিটি গোল্ডের ইমিটেশন গয়না তৈরী করে জীবিকা নির্বাহ করে আসছে ওই এলাকার শতাধিক পরিবার।
কারখানার পাশাপাশি বাসা বাড়ীতেও অনেক নারী ও পুরুষ ইমিটেশনের গয়না তৈরী করছেন। এসকল কারখানা ও বাসা বাড়ীতে গ্রাহকদের চাহিদানুযায়ী আধুনিক স্বর্ণের গয়নার আদলে সিটি গোল্ড ব্যবহার করে অতি সুনিপুনভাবে ইমিটেশনের গয়না তৈরী করেন কারিগররা। পরবর্তীতে কারিগরদের তৈরীকৃত গয়না বিক্রির জন্য পাঠানো হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের নামী দামী সুপার শপ গুলোতে।