কাতারের টি-টেন লিগে খেলবেন দুই বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের পর এবার টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে শুরু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার। এ মাসের ৭ তারিখ থেকে মাঠে গড়াবে আসরটি। আর সেই আসরে মাঠ মাতাবেন বাংলাদেশের দুই ক্রিকেটার।
কাতারে টি-টেন লিগের প্রথম আসরে অংশ নেবে মোট ৬টি দল। দলগুলো হলো: পার্ল গ্ল্যাডিয়েটর্স, ফ্লায়িং অরিক্স, ডেজার্ট রাইডার্স, সুইফট গ্যালোপার্স, ফ্যালকন হান্টার ও হিট স্টোর্মার্স।
এদের মধ্যে হিট স্টোর্মার্স দলভুক্ত করেছে মোহাম্মদ নাঈম ইসলামকে। আর শাহাদাত হোসেনকে দলে নিয়েছে ডেজার্ট রাইডার্স।
এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন ৭৩ জন ক্রিকেটার। এর মধ্যে আয়োজক কাতার থেকে ১৭ জন ক্রিকেটার ছিলেন। এছাড়া আইসিসির অন্যান্য সহযোগী দেশ থেকে ছিলেন আরো ২৪ জন ক্রিকেটার।
শহীদ আফ্রিদি ও যুবরাজ সিংয়ের মত তারকাদের এই টুর্নামেন্টে খেলার গুঞ্জন উঠলেও তাদের কেউই ড্রাফট থেকে দলভুক্ত হননি।
অন্যান্য যারা বিভিন্ন দলভুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন, সোহেল তানভীর, হাশিম আমলা, সালমান বাট, আন্দ্রে ফ্লেচার, হুসাইন তালাত, ক্রিশমার সান্টোকি, আফতাব আলম, মোহাম্মদ শাহজাদ, সিকান্দার রাজা, মোহাম্মদ সামি, অজন্তা মেন্ডিস, আফসার জাজাই, লুক রাইট, কামরান আকমল প্রমুখ।