অসহায় ভবেন্দ্র সরকারকে বইপত্র কিনে দিলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল
বইপত্র কেনার অর্থ জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিল সাতক্ষীরা সরকারি কলেজে সদ্য একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ভবেন্দ্র সরকার। ছেলের হতাশা দেখে ভেঙে পড়েছিলেন সদর উপজেলার সুখদেবপুর গ্রামের কৃষি দিনমুজর রনজিত সরকারও। কোন উপায়ান্ত না পেয়ে ছেলেকে নিয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দ্বারস্থ হন তিনি।
জেলা প্রশাসক সব শুনে-বুঝে সোমবার বিকালে ভবেন্দ্র সরকারের প্রয়োজনীয় বাণিজ্য বিভাগের এক সেট বই ক্রয় করে দেন। এসময় তিনি ভবেন্দ্র সরকারকে ভালভাবে লেখাপড়া করে আদর্শ মানুষ হওয়ার উপদেশ দিয়ে বলেন, লেখাপড়া শিখে বাবার মুখ উজ্জ্বল করো। দেশকে ভালবেস। এ সময় ছেলের জন্য বইপত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রনজিত সরকার। চোখে জল চলে আসে তার। কাঁদো কাঁদো কণ্ঠে জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি দীর্ঘজীবী হোন। সৃষ্টিকর্তা আপনাকে অনেক বড় করুক।