কলারোয়ায় দুইদিন ব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা উদ্বোধন
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুইদিন ব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সলিডারিডাড, উত্তরণের সফল প্রকল্প আয়োজিত এ মেলায় ২৪টি স্টল দেয়া হয়েছে। মেলা উদযাপন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজনীন খুকু, কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলাম, উত্তোলনের প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, উত্তরণের কলারোয়া উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার শেখ রিয়াজুল ইসলাম, উত্তরণের কলারোয়া উপজেলা ব্রাঞ্চ এর সফল প্রকল্পের প্রোগ্রাম অফিসার শিউলী মন্ডল প্রমুখ। মেলা প্রাঙ্গণে বিকেলে অনুষ্ঠিত হয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।