রাজীব-দিয়ার নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন
বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়ার নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তদেরর মধ্যে দুইজন চালক ও একজন চালকের সহকারী। মামলার অন্য দুই আসামি বাস মালিক জাহাঙ্গীর আলম ও চালকের সহকারী এনায়েতকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের এবং চালকের সহকারী কাজী আসাদ।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এই রায় ঘোষণা করেন।
গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ ১ ডিসেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৪১ সাক্ষীর মধ্যে ৩৭ জন সাক্ষ্য দেন।
২০১৮ সালের ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দু’টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪/১৫ জন শিক্ষার্থীর ওপর তুলে দেয়।
এতে ১৩/১৪ জন ছাত্রছাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিবের মৃত্যু হয়।
ঘটনার দিন রাতেই নিহত দিয়ার বাবা দুরপাল্লার বাস চালক জাহাঙ্গীর আলম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন।