দেবহাটায় বাজারের প্রত্যেক দোকানে দ্রব্যের মুল্য তালিকা ঝুলানোর নির্দেশ ইউএনও’র
দেবহাটার সখিপুর সহ অন্যান্য বাজারের চালের আড়ৎ, মুদি দোকান, মাছ পট্টি, মাংসের দোকান, কাচামালের দোকান সহ প্রত্যেকটি দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন।
শনিবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি রোধে সখিপুর বাজার পরিদর্শন এবং মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারের সকল ব্যবসায়ী ও দোকানদার এ নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে বাজারের প্রায় প্রত্যেকটি চালের আড়ৎ, মুদি দোকান, মাছ পট্টি, মাংসের দোকান, কাচামালের দোকান ঘুরে দেখেন এবং দ্রব্যমুল্য যাচাই করেন নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সখিপুর বাজারের মিলন ভান্ডার নামক একটি প্রতিষ্ঠানে বিষাক্ত কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অপরাধে প্রতিষ্টানের মালিক পারুলিয়ার শৈলেন্দ্র নাথ ঘোষের ছেলে আশুতোষ ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা এবং কেমিক্যাল দেয়া কলা বিনষ্ট করেন তিনি। পাশাপাশি দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সচেতনতা মুলোক মাইকিং ও বাজার তদারকির জন্য বাজার ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশও দেন তিনি।