আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৯-২০ অর্থ বছরে রবি-২০১৯-২০ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ, পেয়াজ, ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সনি: উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউল ইসলাম, এসএপিপিও আঃ গনি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৫০ জন সরিষা চাষিকে বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি করে এবং ৪০ জন ভুট্টা চাষিকে বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রদান করা হয়।