কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বরে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’’ এই স্লোাগানকে সামনে রেখে ইউএস এ আইডি এর খাদ্য নিরাপতটা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা‘র সহযোগীটায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজ্জামেল হক রাসেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, নবযাত্রার প্রকল্পের উপজেলা জেন্ডার অফিসার লাইলি আরঞ্জুমান খানম লাইলা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপার ভাইজার জয়দেব দত্ত। এসময় বক্তারা বলেন, নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।