আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
“নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও মানবাধিকার পক্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর-২০১৯ পর্যন্ত দিবসটি উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠনসমূহ এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয় মানববন্ধন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মানবাধিকার কর্মী স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সুশীলনের উপ-পরিচালক জি এম মরিুজ্জামান, নারী রাজনীতিবিদ শাহানা মহিদ, নারী অধিকারীকর্মী, জেলা পরিষদ সদস্য এড. শাহনাজ পারভিন মিলি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত প্রমুখ।
পরে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে মহিলা পরিষদর সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।