বুধহাটায় ব্লুগোল্ডের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার বুধহাটায় ব্লুগোল্ডের বিভিন্ন খাল পানি ব্যবস্থাপনা দলের সদস্যদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় নওয়াপাড়া মাষ্টার সাইফুল ইসলাম গাজীর বাড়ি সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্লুগোল্ড প্রোগ্রাম পোল্ডার-২ সাতক্ষীরা এর আওতায় ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণের ফলে আমন ধান চাষাবাদের উপকারিতা প্রদর্শনী শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপতিত্ব করেন, নওয়াপাড়া খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি বিকাশ চন্দ্র বাছাড়।
নওয়াপাড়া খাল পানি ব্যবস্থাপনা দলের আয়োজনে ও মহেশ^রকাটি স্লুইস পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের কোষাধ্যক্ষ নাজমুল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশ^রকাটি স্লুইস পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি ভবেন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন, ব্লুগোল্ড প্রোগ্রাম সিভিল ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল্লাহ, জুনিয়ন সোসিও ইকোনমিস্ট অচিন্ত্য কুমার দে, মহেশ্বরকাটি স্লুইস পানি ব্যবস্থানা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন।
সভায় উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইউপি সদস্য রবিউল ইসলাম, খাল পানি ব্যবস্থাপনা দলনেতা দ্বীনবন্ধু, সিডিএফ হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ আলোচনা রাখেন। সভায় হিমখালী খাল, বেউলা নায়েবের খাল, সূর্য্যখালী খাল-১ ও ২, বুধহাটা পশ্চিম পাড়া, শে^তপুর বেলতলা খাল পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।