সাতক্ষীরা সদর উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ই-টেন্ডারের মাধ্যমে লটারী

সাতক্ষীরা সদর উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ই-টেন্ডারের মাধ্যমে লটারী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা ডিজটাল কনফারেন্স রুমে সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে এ ই-টেন্ডার অনুষ্ঠিত হয়। প্রোজেক্টরের মাধ্যমে ই-টেন্ডার এর লটারী পরিচালনা করেন সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম।

এলজিইডির মাধ্যমে এ নতুন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে। পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৬৮টি ই-টেন্ডার লটারীতে প্রাক্কলিত মূল্য-১ কোটি ১০ লক্ষ ৯২হাজার ২৭ টাকার কাজ পেয়েছে অরিত্র এন্ড কোম্পানী, চুপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজে দরপত্র জমা পড়ে ১৪৬টি- প্রাক্কলিত মূল্য- ১ কোটি ১০ লক্ষ ৪৯ হাজার ৭০২টাকা, কাজ পেয়েছে মেসার্স আয়শা এন্টারপ্রাইজ, আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৬৪টি- প্রাক্কলিত মূল্য-১ কোটি ১ লক্ষ ৫৬ হাজার ৩৫টাকা, কাজ পেয়েছে এস.কে সাদিকুর রহমান, গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৪২টি- প্রাক্কলিত মূল্য- ১ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৩২৭ টাকা, কাজ পেয়েছে মেসার্স স্বপন এন্টারপ্রাইজ, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৫৮টি- প্রাক্কলিত মূল্য-৯৯লক্ষ ৮৬হাজার ৭৫৬টাকা,

কাজ পেয়েছে মেসার্স দিশা এন্টারপ্রাইজ, ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৪৮টি- প্রাক্কলিত মূল্য-৬৪ লক্ষ২৫হাজার ৪৮৭ টাকা, কাজ পেয়েছে মেসার্স রাকিব এন্টারপ্রাইজ, ফয়জুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৫৩টি- প্রাক্কলিত মূল্য-৯৫লক্ষ ৬৯হাজার ২৯টাকা, কাজ পেয়েছে মেসার্স রাফায়েত এন্টারপ্রাইজ, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৬৫টি-প্রাক্কলিত মূল্য-৯৯লক্ষ ৮৬ হাজার ৭৫৬টাকা, কাজ পেয়েছে মেসার্স সরদার এন্টারপ্রাইজ, বদ্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৫৯টি, প্রাক্কলিত মূল্য- ১ কোটি ৩২হাজার ৪৬১টাকা, কাজ পেয়েছে খান এন্টারপ্রাইজ, ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৪৫টি- প্রাক্কলিত মূল্য-৯৯লক্ষ ৮৯হাজার ২৫৬টাকা, কাজ পেয়েছে আশা কনান্সট্রাকশন। ৯কোটি ৯০লক্ষ ৮৩হাজার৮৩৬ টাকা ব্যয়ে এলজিইডির মাধ্যমে এ নতুন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে।

এসময় ঠিকাদার প্রতিষ্ঠানের ৫০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)