দুর্যোগঝুকি হ্রাসে কর্মকাঠামো বাস্তবায়ন সেমিনার
দুর্যোগঝুকি হ্রাসে সেন্দাই কর্মকাঠামো বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা শেরাটন হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সোলায়মান হক জোয়াদ্দার এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাস এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির কাজী কানিজ সুলতানা এমপি প্রমুখ।
বিদ্যমান ও উদ্ভুত নতুন ঝুকি হ্রাসে গৃহীত ৪টি অগ্রাধিকার বিষয়ে আলোচনা করা হয়। দুর্যোগ ঝুকি অনুধাবন ও বোধগম্য করা। দুর্যোগ ঝুকি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করন, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগ, দুর্যোগ সাড়াদানে প্রস্তুতি জোরদার করণ এবং আগের চেয়ে ভাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।