ইডেনে বাংলাদেশের নতুন রেকর্ড
ঐতিহাসিক ইডেন টেস্টে নতুন রেকর্ড বাংলাদেশের। শুক্রবার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট দল হিসেবে বাংলাদেশ দলে দেখা মিলল দুই ‘কনকাশন সাবস্টিটিউটের’। স্কোরবোর্ডে দেখা মিলল এগারো নয়, বারো জন ব্যাটসম্যানের! নাঈম হাসান ও লিটন দাস চোট পাওয়ার পর তাদের পরিবর্তে ব্যাট করতে নামলেন যথাক্রমে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান।
নাঈম মাথায় চোট পেয়েছিলেন মহম্মদ শামির বলে। তবে মেহেদী হাসান ব্যাট করার সুযোগ পেলেও তিনি লিটন দাসের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাতে পারেননি। মোহাম্মদ মিথুনকেই ভারতীয় ইনিংস চলাকালীন উইকেটের পিছনে দেখা গেছে।
কনকাশন সাবস্টিটিউট:
এই নিয়মে যিনি যে ক্যাটাগরির ক্রিকেটার, তিনি আহত হলে বা ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে গেলে একজন তার বদলে খেলতে পারবেন। তবে সেই ব্যথা পাওয়া ক্রিকেটার যদি হন ব্যাটসম্যান, আর কোনো বোলার বা অলরাউন্ডার যদি তার জায়গায় অন্তর্ভুক্ত হন, তবে সেই বদলি ক্রিকেটারটি শুধু ব্যাটিং করতে পারবেন।
ক্রিকেটের এই নতুন নিয়ম চালু হয় গত আগস্টে। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে প্রথম কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন। তিনি স্টিভ স্মিথের পরিবর্তে ব্যাট করেছিলেন। ১৮ আগস্ট লর্ডসের সেই অ্যাশেজ টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন স্টিভ স্মিথ।