কলারোয়া সীমান্তে প্রায় ৩কোটি টাকা মূল্যের ৪শ ভরি স্বর্ণের বার উদ্ধার
ভারতে পাচারকালে কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার কাকডাঙ্গা সীমান্ত থেকে ওই স্বর্ণের বার উদ্ধার হয়।উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৪ কেজি ৬৭০ গ্রাম। ভরি হিসাবে এর ওজন ৪’শ ভরি।
বাজারদরে উদ্ধার হওয়া সোনার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল মোটরসাইকেলসহ এই সোনার বার আটক করে।বিজিবির কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার জানান- হাবিলদার নূরে আলমের নেতৃত্বে বিজিবির টহল দলটি সীমান্তে টহলে ছিল। সে সময় একই সড়কে মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের সামনে এসে পড়ে। বিজিবি সদস্যদের দেখে তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও বলেন- মোটরসাইকেলে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণের ৩১টি বার। যার ওজন ৪ কেজি ৬৭০ গ্রাম। ভরি বা তোলা হিসাবে এর ওজন ৪০০ ভরি। তবে ওই স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি। পরে ওই স্বর্ণ নিয়ে যাওয়া হয় সাতক্ষীরায় বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, চোরাচালানদের ফেলে যাওয়া মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।