কালিগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে ২০ নভেম্বর কালিগঞ্জ থানা পাক হানাদার মুক্ত দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী পার্কের বিজয় স্তম্বে পুষ্পমাল্য অর্পণ, শহদী মুক্তিযোদ্ধা ইউনুস আলীর কবর জিয়ারত, মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে সোহরাওয়াদী পার্ক থেকে র্যলী সহকারে কালিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহৎপুর সরকারী গোরস্তানে কবর জিয়ারত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধ এসএম, মমতাজ হোসেন মন্টু। কবর জিয়ারতের সময় অংশগ্রহণ করেন ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ। সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। পরে সোহরাওয়ার্দী পার্কে বেলা সাড়ে ১১টায় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর আব্দুল হাকিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, বিএলএফ কমান্ডর, উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খান আসাদুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দীপালী রানী ঘোষ, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিট উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএম, গোলাম ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, শেখ অজিহার রহমান, নূর মোহাম্মদ ও শাহাদাৎ হোসেন।