দেবহাটায় বাজার মনিটরিং কমিটির জরুরী সভা
দেবহাটায় লবণ, পেয়াজ ও চাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে গুজব ও কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে বাজার মনিটরিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে উক্ত জরুরী সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি।
সভায় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, কেউ গুজবে কান দিবেন না, লবণ আমাদের দেশে উৎপাদিত হয়, বাজারে লবণের কোন সংকট নেই। একটি মহল দেশকে অস্থিতিশীল করে তুলতে লবণ, পেয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে এমন গুজব ছড়িয়ে চলেছে। যারা পণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টিসহ মূল্য বৃদ্ধির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।