লবণ আতংকে তালা উপজেলা ইউএনওর হস্তক্ষেপ:আটক-১
তালায় মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় লবণের দাম বৃদ্ধির আতংক ছড়িয়ে পড়ে। লবণ ক্রয়ের জন্য দোকানে শতশত মানুষের লাইন পড়ে। ৩০টাকার লবণ ৫০/৭০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি জন ১০/২০ কেজি পর্যন্ত লবণ ক্রয় করছে। এমন আতংক ছড়িয়ে পড়ায় মাঠে নেমেছে তালা ইউএনও ইকবাল হোসেন। আটক করা হয়েছে ইয়াছিন নামের এক দোকানদারকে। সিলগালা করা হয়েছে ব্যবসায়ীর গোডাউন।
সরজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ লবণের দাম বৃদ্ধির আতংক ছড়িয়ে পড়লে প্রতিটি দোকানে শতশত মানুষের ভিড় পড়ে যায়। প্রায় প্রতিটি ব্যক্তির কাছে লবণের প্যাকেট পাওয়া যাচ্ছে। একেকজন ১০কেজি হতে ২০ কেজি পর্যন্ত লবণ ক্রয় করে নিয়ে যাচ্ছে। এমন গুজবে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানার ওসি মেহেদী সেল, ওসি তদন্ত শেখ সেকেন্দার আলীসহ পুলিশের সদস্যরা সরজমিনে বাজার তদারকিতে আসেন এবং দোকানে থাকা শতশত মানুষকে প্রয়োজনের অতিরিক্ত লবণ ক্রয় না করতে নিষেধ করেণ।
এ সময় তালা বাজার ব্যবসায়ী মদন সাধুর গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় ৩ বস্তা লবণ উদ্ধার করেন। তিনি অধির সাধুর দোকানের সামনে শতশত ব্যক্তিকে অতিরিক্ত লবণ ক্রয় করা হতে বিরত থাকতে অনুরোধ করেন। লবণ সংকটের অভিযোগে তালা বাজারের ইয়াছিন নামের একব্যক্তিকে আটক করা করেছে। এবং লবণের গোডাউন সীল গালা করা হয়েছে।
তালা ইউএনও মোঃ ইকবাল হোসেন বলেন, দেশে কোন লবণ সংকট নেই, এটা নিছক একটা গুজব। এমন গুজবে যারা প্রয়োজনের তুলনায় লবণ কিনছেন তাদেরকেউ আইনের আওতায় আনা হবে । তিনি সকলকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেন।