শ্যামনগরে পাকহানাদার মুক্ত দিবস পালিত
সাতক্ষীরার শ্যামনগর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ১৯ শে নভেম্বর বাংলাদেশের সর্বপ্রথম পাকহানাদার মুক্ত হয়।দিবসটি উপলক্ষে শ্যামনগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।সেই লক্ষ্যে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৯ নভেম্বর) সকালে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা স্তম্ভের আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলহাজ্ব নাজমুল হুদা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এস এম কামরুল হায়দার নান্টু সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম।
Please follow and like us: