প্লাস্টিকের বস্তায় পণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
প্লাস্টিকের বস্তায় পণ্য রেখে বিক্রি করার দায়ে শহরের পুরাতন সাতক্ষীরা ও কাটিয়া বাজারের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় পুরাতন সাতক্ষীরার দুটি মুদির দোকান ও কাটিয়ার তিনটি মুদির দোকান মালিককে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী প্লাস্টিকের বস্তায় নির্দিষ্ট পণ্য রেখে বিক্রি করার দায়ে পাঁচ দোকান মালিককে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। #
Please follow and like us: