কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১ হাজার ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন ও ইমরান বিন ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ। এসময় ৫১০ জন কৃষকের মাঝে ১ কেজি করে শরিসার বীজ ও ৫ শত কৃষকের মাঝে ১ কেজি করে ভুট্টার বীজ এবং প্রত্যেকের মাঝে ১০ কেজি করে এমওপি সার ও ২০ কেজি করে ড্যাপ সার প্রদান করা হয়।