সাংবাদিক বরুণ ব্যানার্জী ও ক্ষমতা অন্ধ মোশা
এগিয়ে যাচ্ছে দেশ, দিন বদলের সাথে সাথে আরো এগিয়ে যাবে। আধুনিক সাতক্ষীরা বাস্তবায়নে যারা নিরন্তর কাজ করে চলেছেন। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে যারা প্রতিনিয়ত আওয়াজ তুলছেন ।
যে মানুষ গুলো সাতক্ষীরাকে নিয়ে দিন রাত স্বপ্ন দেখছেন এবং সেই সাথে কাজ করে চলেছেন । বরুণ ব্যানার্জী সেই মানুষের একজন।
২০১৩ সাল সাতক্ষীরাতে চলছে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। মাত্র আধা কিলোমিটারের মাঝে বন্ধী শহর। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সকল যোগাযোগ ব্যবস্থা, ঠিক সে সময়টিতে বরুণ ব্যানার্জী তার পেশা গত দায়িত্ব নিয়ে, তুলে ধরেছেন সাতক্ষীরা কে।
সেই সাথে বরুণ ব্যানার্জী ১৯৯৬ সাল থেকে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে গড়ে তুলেছেন ‘‘দীপালোক একাডেমি’’। শহর থেকে মাদক দূর করতে তার অনলাইন পত্রিকা ‘দৈনিক সাতক্ষীরা’ ও একাত্তর টিভিতে যেমন দিয়ে চলেছেন সচিত্র প্রতিবেদন। তেমনি বর্তমান তরুণ প্রজন্মকে তার থেকে দূরে সরিয় রাখতে হাতে নিয়েছেন নানা উদ্যোগ। দীপালোক একাডেমির মাধ্যমে তিনি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেন নানা সৃষ্টিশীল কাজে। গান, নৃত্যকলা, চিত্রকলা ও সাতক্ষীরায় গড়ে তুলেছেন অন্তর্জাতিক মানের একটি থিয়েটার প্রতিষ্ঠান। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে তার হাতে গড়া অনেক প্রতিভাবান শিল্পী।
এছাড়া ‘দৈনিক সাতক্ষীরা ব্লাড ব্যাংক’ নামে তার একটি রক্ত ডোনার গ্রুপ আছে। যে কোনো জরুরি মূহুর্তে তার ডোনার গ্রুপ কাজ করে চলেছে।
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ তার পত্রিকা দৈনিক সাতক্ষীরা, ডেইলি বাংলাদেশ ও একাত্তর টিভি সবার আগে মানুষের পাশে দাড়িয়ে বিশ্ব মানুষের কাছে তুলে ধরেন মানুষের অসহায়ত্বের কথা।
সাতক্ষীরার আনছে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভা ও বিরল দুরারোগ্য ব্যাধিতে অসহায় মানুষের পাশে থাকতে দেখেছি গরিবের বন্ধু বরুণ ব্যানার্জীকে।
আজ একটি ঘৃণ্যমহল তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য পাশবিক থাবা বসিয়েছে এই মানুষটির বিরুদ্ধে।
কাকের শরীরে ময়ূর পুচ্ছ লাগলে যেমন সে ময়ূর হয় না তেমন দুর্নীতি করে মোশা চেয়ারম্যান হতে পারবেন কিন্তু বরুণ ব্যানার্জী নয়।
তাই বর্তমান সময়ে সাতক্ষীরার মানুষের একটাই দাবি, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান মোশার সকল দুর্নীতির তদন্ত হোক ও দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক। সেই সাথে বরুণ ব্যানার্জীকে দেওয়া হোক তার আপোষহীন দৃঢ়তার যোগ্য পুরষ্কার।