আশাশুনি প্রেসক্লাবে আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শম্ভুজিতের মতবিনিময় সভা
আশাশুনি উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী শম্ভুজিৎ মণ্ডল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে আশাশুনি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ নভেম্বর উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক পদে প্রার্থী শম্ভুজিৎ মণ্ডল প্রেস ক্লাবে উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম আল ফারুকের সভাপতিত্বে সভায় প্রার্থী শম্ভুজিৎ মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবঃ প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সমীর রায়সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ আলোচনা রাখেন। প্রার্থী শম্ভুজিৎ মণ্ডল বলেন, আমি এমপি সাহেবের সাথে থাকার সুবাধে তার মাধ্যমে আশাশুনিকে পলিটিকাল সেতুবন্ধন ও উন্নয়নের ধারা রক্ষার কাজ করতে সক্ষম হয়েছি।
আমি এমপি সাহেবকে সঠিক তথ্য দিয়ে এলাকার উন্নয়নে কাজ করে এসেছি। বিগত ৬ বছরে আশাশুনির পাওনা সঠিক ভাবে বুঝিয়ে এনে এলাকাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। সাধারণ মানুষকে এমপি মহোদয়ের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছি। আমি আ’লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারলে আশাশুনির সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠা, লাঞ্ছনা-বঞ্চনা এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতা দূর করে এমপি মহোদয়ের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই। প্রেস ক্লাব ও আ’লীগের কার্যালয় নিজস্ব কার্যালয়ে রূপান্তরের পাশাপাশি সুন্দর ও সুদৃশ্য অফিস হিসাবে গড়ে তুলবো।
এসময় তার সফর সঙ্গী নীল কণ্ঠ সোম, ঢালী সামছুল আলম ও রণজিৎ কুমার বৈদ্য বলেন, শম্ভুজিৎ বাবু ১৯৯১ সালে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তখন আ’লীগের কার্যক্রম ছিল সুন্দর ও চোখে পড়ার মত। আজকে আ’লীগের সংগঠন থাকলেও তেমন কোন কার্যক্রম নেই, মিটিং হয়না। সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংগঠনের তৎপরতা চোখে পড়েনা। মানুষের নিরাপত্তার অভাব, চাঁদাবাজি, দখলবাজী, মাদকাসক্তটার বিস্তার ঘটেছে। কমিটির অবস্থা নাজুক ও নেতাদের দূরত্বের কারণে এমপি সাহেব কাজ করতে পারেননা।
তার কাছ থেকে কাজ আদায় করে আনাও সম্ভব হয়না। আমরা এই কাজ সুচারু ভাবে যোগ্য ব্যক্তি হিসাবে শম্ভুজিৎ মণ্ডলকে নির্বাচিত করে এগিয়ে নিতে চাই। তারা তাদের উদ্দেশ্য সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।