বাঁশদহা মাদরাসায় ৫ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদরাসার ৫ম শ্রেণীর দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় মাদরসার ময়দানে ২০১৯ সালের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের নিয়ে এই বিদায় অনুষ্ঠান হয়েছে।
অত্র মাদরাসার সভাপতি শেখ শরিফুজ্জাসান (বিপুল) এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে প্রধান অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য আতাউর রহমান (রাজা)। ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সবুর,আব্দুর রহমান,মজনুর রহমান,মিজানুর রমাহন,শিরিনা সুলতানা। এবং শিক্ষক প্রতিনিধি মারুফ হোসেন,শফিকুল ইসলাম,মিতা সুলতানা সহ মাদরাসার সকল শিক্ষক/কর্মচারী এসময় উপস্থিত ছিলেন। সভপতি তার বক্তব্যে বলেন অত্র মাদরাসা হতে ২০১৯ সালের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মোট-৪৭ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করবে। তিনি বলে বিগত তিন বছর যাবত অত্র মাদরাসা থেকে যতজন ছাত্র/ছাত্রী সমাপণী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে তারা সবাই কৃতকার্য হয়ে পাশের হার শতভাগ হয়েছে। আশা করি এবারও সকল ছেলে-মেয়েরা সমাপনী পরীক্ষায় পাশ করবে। তিনি আরও বলেন আজকের দিনের এই শিশুরা আগামী দিনের দেশ গাড়ার ভবিষ্যৎ। একদিন এই শিশুরাই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার কারিগর হবে।