খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেহাল দশা
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শাকদহা বটতলা থেকে কালভার্ট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টানা বৃষ্টিতে রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
উন্নয়ন কাজে ধীরগতির কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে ধারণা করছেন সচেতন মহল। বিশেষ করে এ অবস্থার কারণে সন্ধ্যার পর থেকে ত্রিশ মাইল মোড় থেকে পাটকেলঘাটা পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়ে থাকে। ব্যস্ততম এই মহাসড়কের এমন অবস্থা দেখে বিব্রতকর অবস্থায় পড়েছেন মহাসড়কের চালক ও সাধারণ পথচারীরা।
সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহমেদ বলেন, হঠাৎ করে আবহাওয়ার এমন অবনতি ঘটবে বুঝতে পারিনি। তবে আমরা আপাতত কাদার উপর সুরকি দিয়ে পুটিং করে সড়কের জ্যাম কাটানোর চেষ্টা করছি। যতক্ষণ সমস্যার সমাধান না হবে ততক্ষণ এ কাজ অব্যাহত থাকবে।
Please follow and like us: