অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, রাষ্ট্র ও সমাজের সমস্ত ক্ষেত্র থেকে অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত ক্যাসিনো ও ঘুষসহ সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। খবর ইউএনবি’র।
সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (জাপা) এমপি রওশন আরা মান্নানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্র ও সমাজের সমস্ত ক্ষেত্র থেকে অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত আইন প্রয়োগকারী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর অভিযান অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সকল অপরাধীর বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।
জাপা এমপি মুজিবুল হকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে। ‘দুর্নীতিবিরোধী অভিযানের সময় সরকারি কর্মচারী ও রাজনীতিবিদসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে,’ যোগ করেন তিনি।
জাতীয় দুর্নীতি বিরোধী সংস্থা ইতোমধ্যে সিঙ্গাপুর সরকারকে সেখানকার ক্যাসিনোতে জুয়ার সাথে জড়িত বাংলাদেশিদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য অনুরোধ করেছে, বলেন শেখ হাসিনা।
জাপা এমপি রুস্তম আলী ফরাজির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার দুর্নীতি, সন্ত্রাসবাদ, মাদক সেবন ও জুয়াসহ সকল সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘শূন্য-সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। ‘সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত থাকবে,’ বলেন তিনি।
ভবিষ্যতে কেউ যাতে অবৈধ ক্যাসিনো কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে, বলেন প্রধানমন্ত্রী।