ভারতের ১১১ জন বাংলাদেশি নাগরিক আটক
চোরাই পথে ভারত থেকে বাংলাদেশ ফেরার পথে মহিলা ও শিশু সহ ১১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার আংরাইল ঘুণারমাঠ এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কাজের সন্ধানে বাংলাদেশ থেকে তারা চোরাপথে ভারতে প্রবেশ করে। শিশু, মহিলা সহ পরিবারকে নিয়ে বেশিরভাগ পুরুষ ভারতে দালালের হাত ধরে গিয়েছিল ভারতে। সীমান্ত পেরিয়ে তারা দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই ইত্যাদি শহরে ছড়িয়ে পড়ে। সেখানে কাজ কর্ম করে জীবন যাপন করে। কাজের ফাঁকে মাঝে মধ্যে তারা পরিবার নিয়ে চোরাপথে নিজেদের দেশে ঘুরতে যায়।
এমনই একটি দল এদিন চোরা পথে ভারত থেকে বাংলাদেশ যাবার পথে বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের হাতে ধরা পড়ে। তারা সবাই ব্যাঙ্গালোর থেকে ফিরছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে যাওয়ার। তাদের সবাইকে আজ শনিবার বনগাঁ আদালতে তোলা হয়।