শ্যামনগরে দুস্থ ও অসহায় শিশুদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ
সাতক্ষীরা রোটারী ক্লাব অব রয়েলের আয়োজনে রোটারী ক্লাব অব ঢাকা এসসিএডব্লু কানাডা এর যৌথ সহযোগিতায় গতকাল সকালে কলবাড়ী বরসা রিসোর্ট সেন্টারে। স্লিপিং কিডস ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এর আওতায় দুস্ত অসহায় শিশুদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক কমিটি জানান শ্যামনগর উপজেলা কালীগঞ্জ ও কয়রার মোট ১৮ টি স্কুলের পাঁচশত ছাত্র-ছাত্রীর মাঝে বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিল পোশাক মশারি, তুয়ালী, পানির পট, স্কুলের ব্যাগ, জুতা, জ্যাকেট, কম্বল, তেয়ারফল,খাতা কলম, এক প্যাকেট খাবার।
পোশাক সামগ্রীতে আসা ৩৭ নম্বর উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৪ নং মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, এ পোশাক সামগ্রীতে নাম লিখাতে প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতি ২৫০ টাকা করে নিয়েছে এছাড়া চাঁদনীমুখা ১৮১ নম্বর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৩ নম্বর চাঁদনীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষারাও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, খরচের জন্য টাকা নিয়েছে।
এ বিষয়ে উত্তর আবাদ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মুঠোফোনে কথা হলে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তবে সাতক্ষীরা রোটারী ক্লাব অব রয়েলের স্লিপিং কিডস ডিস্ট্রিবিউশনের কমিটির চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান অর্থ লেনদেনের কোন বিষয় নেই আমরা বিনামূল্যে দুস্থ অসহায় শিশুদের মাঝে এগুলো বিতরণ করছি, যদি কোন স্কুলের শিক্ষক টাকা নিয়ে থাকে সেটা দুঃখজনক। এ সময় উপস্থিত ছিলেন কানাডার chris hills.gail hills এবং সাতক্ষীরা রোটারী ক্লাব অব রয়েলের প্রেসিডেন্ট আবু মুসা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হাবিবুর রহমান, মুজিবর হাজী ও কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।