ডুমুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা সকাল সাড়ে ১১ টায় উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় ” বুলবুল” আঘাত আনতে পারে এমন আশংকা থেকে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন, ডুমুরিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সঞ্জীব দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, সাংবাদিক শেখ মাহাতাব হোসেন, সুজিত মল্লিক,এস আই আয়ুব আলী, ফায়ার সার্ভিস স্টেশন’র হারুন আর রশিদ উপজেলা মসজিদের সহকারী ইমাম মোঃ ওহিদুজ্জামান প্রমুখ।সভায় প্রধান অতিথি বলেন, ঘূর্ণিঝড় ” বুলবুল” ডুমুরিয়ায় আঘাত আনতে পারে।
সে ব্যাপারে আগাম প্রস্তুতি সম্পর্কে ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান, ১২৬টি ওয়ার্ডের মেম্বার ও সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত সমাজ সেবকদেকদেরকে মাইকিং করে গর্ভবতী মা, বৃদ্ধা মা-বাবা, গবাদিপশু নিরাপদ স্হানে সরিয়ে রাখার জন্য আহ্বান জানিয়েছেন। প্রস্তুতি সভা শেষে উপজেলা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও শেষে দোয়া করা হয়। দোয়া পাঠ করান, উপজেলা মসজিদে খতিব হযরত মাওলানা মুফতি ফকরুল হাসান।