আশাশুনিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ

আশাশুনিতে বিভিন্ন দোকান থেকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ পূর্বক আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার এনজিও মৌমাছি সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে। সরকার “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫” ও সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছেন। উক্ত আইনের ধারা- ৫ অনুসারে, “ধূমপান ও তামাকজাত দ্রব্যের সকল ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কিন্তু তামাক কোম্পানিগুলো আইন অমান্য করে তাদের প্রচারণা অব্যহত রেখেছে। দেশের সচেতন নাগরিক হিসাবে আইন বাস্তবায়নে সহযোগিতা করা সকলের দায়িত্ব। এ দায়িত্ববোধকে বিবেচনায় রেখে মৌমাছি এনজিও এতেসংক্রান্ত লিফলেট বিতরণ, সচেতনতা মূলক প্রচার প্রচারণা ও অবৈধ বিজ্ঞাপন অপসারণে আইনের ব্যবহার করে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক মঙ্গলবার আশাশুনি বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। পরে অপসারিত বিজ্ঞাপন সামগ্রী একত্রিত করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা এহেন কার্যক্রমে সহযোগিতামূলক আচরণের মাধ্যমে গ্রহণ করেছেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)