ডুমুরিয়ার চুকনগরে বিদ্যুৎ লাইনের কাজ করতে যেয়ে এক শ্রমিকের মৃত্যু
রোস্তমপুর গ্রামে বিদ্যুৎ এর খুঁটিতে তার লাগাতে গিয়ে আর্থিংয়ের তার সিঙ্গেল ফেজ লাইনে ছিটকে গিয়ে এক লাইনম্যান শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রোস্তমপুর গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রোস্তমপুর গ্রামের বাইজিদ হুসাইনের বাড়ির সামনে হতে শেষ সীমানা ব্রিজের মাথা পর্যন্ত নিরেতন নামে এক ঠিকাদারের থ্রি ফেজ লাইনের (হাই ভোল্টেজ) জন্য খুঁটিতে তার লাগাচ্ছিল শ্রমিকেরা। এসময় দিনাজপুরুরের রাসেল (২০) নামে এক শ্রমিক থ্রি ফেজ লাইনের তার লাগাতে গিয়ে নিজের অসাবধানতা বশত: আর্থিং এর তার ছিটকে গিয়ে সংযোগ থাকা সিঙ্গেল ফেজ (দুটি খুঁটি পাশাপাশি সেট করার কারণে) তারের উপর পড়লে ঘটনাস্থলেই তার মূত্যু হয়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে মূত অবস্থায় নিচে নামিয়ে আনে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহত যুবককে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া হয়।