আশাশুনিতে অবৈধ কয়লার ভাটা বিনষ্ট ও মালামাল বাজেয়াপ্ত
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ কয়লার ভাটা বিনষ্ট ও ভাটায় ব্যবহৃত কাঠ সরকারি কোষাগারে বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধহাটার কুঁন্দুড়িয়া নদীর তীরে কুন্দুড়িয়া শ্বশ্মান ঘাটের জমি লীজ নিয়ে বুধহাটা গ্রামের শিমুল, ইনামুল, টুটুল ও সুমন সেখানে অবৈধ ভাবে ভাটা স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কাজ করাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ঘটনাস্থানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মালিক পক্ষকে না পেয়ে ভাটা ভেঙ্গে বিনষ্ট করে দেওয়া হয় এবং সেখান থেকে প্রচুর কাঠ সরকারি কোষাগারের আওতায় জব্দ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, এএসআই দেবাশীষ, মেম্বার মতিয়ার রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকাররম হোসেন, সাংবাদিকবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজন ভাটার ধোঁয়া ও ময়লায় অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন।