জাতীয় যুব দিবস উপলক্ষে শ্রেষ্ঠ সংগঠন মৌমাছি’কে শুভেচ্ছা স্মারক প্রদান
“ একটি স্বীকৃতি ” একজন মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। প্রাপ্তিটা আমার কাছে এসে ধরা দিয়েছে,সামাজিক উন্নয়ন মূলক সফল কাজের জন্যই এই স্বীকৃতি । আমি ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরকে ।আমাদের প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ সংগঠন নির্বাচন এবং মৌমাছি’কে শুভেচ্ছা স্মারক দেবার জন্য।
মৌমাছি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের হাতে সম্মাননা তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর আলিফ রেজা,এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী,মোসলেমা খাতুন মিলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও আশাশুনি প্রেস ক্লাবের সাংবাদিক।
‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে পালিত হলওসারা দেশের ন্যয় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি আশাশুনি উপজেলায় ।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যুবসমাজের সৃজনশীলতা, আত্মপ্রত্যয় ও তাদের কর্মস্পৃহার প্রতি আস্থা রেখে এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।