সাতক্ষীরায় কামালনগরে লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
ফিতা কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে পৌরসভার ০৮ নং ওয়ার্ডে উত্তর কামালনগরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উত্তর কামালনগর মৃত রকিব’র দোকান হতে দাউত’র বাড়ি পর্যন্ত ২৩০ মিটার আরসিসি ড্রেন ২৫ লক্ষ ৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, সার্ভেয়ার মামুন, মো. আব্দুল জব্বার, মো. আব্দুল খালেক, মো. মোসলেম সরদার, মো. মুজিবর রহমান, মো. হাবিবুর রহমান, মো. বাবু সরদার, মো. শহিদুল ইসলাম ও ড্রেণ নির্মাণ কাজের ঠিকাদার আব্দুর রাজ্জাকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ঐ এলাকার মানুষের চাওয়া পৌরসভা পুরণ করায় এলাকাবাসী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়েছেন।
Please follow and like us: