সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্টেডিয়ামে ক্রিকেট খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ০১ নভেম্বর,২০১৯ সকাল ৯-০০টায় ইয়ং টাইগার্স অ-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ’২০১৯-২০ এর দক্ষিণ অঞ্চলের ‘বি’ ভেন্যুর ২য় খেলা কুষ্টিয়া জেলা বনাম চুয়াডাঙ্গা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় চুয়াডাঙ্গা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ২০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রান করে। জবাবে কুষ্টিয়ার জেলা ৯.৩ ওভারে ১টি উইকেট হারিয়ে ৫৫ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে কুষ্টিয়া জেলা ৯উইকেটে জয়লাভ করে।কুষ্টিয়া জেলার বিশাল ৫টি উইকেট লাভ করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন সঞ্জীব ব্যানার্জী ও দিদারুল আলম জনি, স্কোরার হিসাবে দায়িত্ব পালন করেন শেখ ফারুকার রশিদ।
আগামী কাল কুষ্টিয়া বনাম ঝিনাইদহ জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
Please follow and like us: