প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে কাজ করছে সরকার-যুব দিবসে রবি
‘দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা, সনদ পত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপ দিয়ে নিরলস পরিশ্রম করে বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ নামক দেশটি যেন না থাকে সে জন্য আজো স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে কাজ করে যাচ্ছে সরকার। যারা দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায় তাদের সমূচিন জবাব দেবে দেশের যুব সমাজ। যুবরাই পারে দেশকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে। দেশ প্রেমের মন মানুষিকতা নিয়ে যুবকদের সজাগ থাকতে হবে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর্জা সালাহ উদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বীদের মধ্যে বায়োজিত হাসান, যুব সংগঠন লুইস রানা গাইন, মো. আছাফুর রহমান, নব-দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সনদ পত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও প্রশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক মো. আব্দুল কাদের।
দৈনিক সাতক্ষীরা ডেস্ক/পিএম/