কালিগঞ্জে বিকাশ এজেন্টের ২৬ লক্ষ টাকা ছিনতাই
সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ এজেন্টের কাছ থেকে ২৬ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তলের ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার সময় কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের কাঁটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
সূত্রমতে শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাস্টমর কেয়ারের কর্মকর্তা মিথুন বেলা ২টার সময় সাতক্ষীরা সাউথইস্ট ব্যাংক থেকে বিকাশের ২৬লক্ষ টাকা উত্তোলন করে একটি মটর সাইকেলে তিন জন শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়।
কালীগঞ্জ- শ্যামনগর মহাসড়কের ব্যস্ততম সড়ক কাঁটাখালী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন জন ছিনতাইকারী পালসার গাড়িতে এসে তাদের গতিরোধ করে। ওই সময় পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে তাদের পিঠের ব্যাগে রক্ষিত ২৬ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে বিকাশ কর্মকর্তারা জানান।
বিষয়টি বিকাশ কর্মকর্তারা কালিগঞ্জ থানায় জানালে সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, ওসি তদন্ত আজিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে বিকাশ কর্মকর্তাদের ও ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করে। কিন্তু জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি তদন্ত আজিজুর রহমান সাংবাদিকদের বলেন খবর পেয়ে ঘটনা স্থল থেকে ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার সহ বিকাশ কর্মকর্তাদের থানায় আনা হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।