কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ
“সবুজে বাঁচি সুবজ বাঁচায়,ওয়ার্ড ইউনিয়ন প্রকৃতি সাজায়, বাল্য বিবাহ ও মাদককে না বলি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকালে কলারোয়ায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এলজিএসপি ৩প্রকল্পের অর্থায়নে উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বৃক্ষের চারা বিতরণ করেন।
উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন, ইউপি সচিব আব্দুল হামিদ, ইউপি সদস্য ফেরদৌস আরা, মনিরা খাতুন, শাহিদা খাতুন, আনিছুর রহমান, শরিফুদৌল্যা, নুর হোসেন সরদার, শফিকুল ইসলাম, কামরুজ্জামান, মইফুল ইসলাম, মিজানুর রহমান, আবু তাহের,উদোক্তা আমিরুল ইসলামসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।