আমদানি হবে ২০০ মিটারগেজ কোচ
বাংলাদেশ রেলওয়ের জন্য ৯২৭ কোটি ৫১ লাখ টাকা চীন ঋণে ২০০ মিটারগেজ কোচ আমদানির প্রস্তাব সরকারের অনমনীয় ঋণ বিষয়ক স্থায়ী কমিটির সায় পেয়েছে।
মাননীয় অর্থমন্ত্রী সভাপতিত্বে সোমবার এ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
এ বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সাপ্লায়ার্স ক্রেডিটের’ মাধ্যমে রেলওয়ের জন্য এসব কোচ সরবরাহ করবে চীনের সিআরআরসি সাইফাং কোম্পানি লিমিটেড।
কোচ আমদানির আগে এর পারফরম্যান্স দেখার জন্য একটি দল চীনে যাবে এবং তারা এসব মিটারগেজ কোচের সার্ভিস কেমন, তা সরেজমিন দেখে আসবে।
ওই কমিটি চূড়ান্ত প্রতিবেদন দিলে কোচগুলো আমদানি করা হবে।
সহায়তা হিসেবে পাওয়া যাবে ৭১৩ কোটি ৫১ লাখ টাকা আর বাকি ২১৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে, সুদের হার হবে ২ শতাংশ।
Please follow and like us: