মার্কিন নারী কংগ্রেস সদস্যের পদত্যাগ
নিজ দপ্তরের এক কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগের প্রেক্ষিতে মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগের করেছেন ডেমোক্র্যাট দলীয় নারী আইনপ্রণেতা কেটি হিল। তিনি গত রবিবার পদত্যাগের ঘোষণা দেন। খবর রয়টার্স ও বিবিসির।
হিলের বিরুদ্ধে হাউস এথিক্স কমিটি তদন্ত করছে। কমিটি গত বুধবার জানায়, হিলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে তারা অবগত। তারা অভিযোগটি তদন্ত করছে। হিল তার পদত্যাগপত্র ইতোমধ্যে টুইটারে পোস্ট করেছেন।
তিনি বলেছেন, পদত্যাগের সিদ্ধান্তটি তার নির্বাচনী এলাকা, সেখানকার জনগণ ও দেশের জন্য ভাল হবে বলে বিশ্বাস করেন। চলার পথে ভুল-ভ্রান্তির জন্য হিল তার পদত্যাগপত্রে ক্ষমা চেয়েছেন।
মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনী লড়াইয়ের সময় এক নির্বাচনী কর্মীর সঙ্গে ‘অসঙ্গতিপূর্ণ’ সম্পর্কের কথা হিল স্বীকার করেছেন। তবে কংগ্রেসে নিজ অফিসের কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
Please follow and like us: