সাতক্ষীরা ল কলেজে এলএলবি ১ম পর্বের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
সাতক্ষীরা ল কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এলএলবি ১ম পর্বের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ল কলেজের এম এ গফ্ফার হলে নবাগত শিক্ষার্থীদের এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক এড. অরুণ কুমার ব্যানার্জী, এড. হোসনেয়ারা হক, এড. শেখ সিরাজুল ইসলাম, এড. আ. ক. ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শহীদ হাসান বাবু, এড. মুনিরুদ্দীন, প্রভাষক এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকী ইয়াসমিন, এড. শরিফ আজমীর হুসাইন রোকন।
এসময় উপস্থিত ছিলেন ল স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দিন সাজু, আব্দুল্লাহ আল মামুন, সভাপতি এম এম বিপ্লব হোসেন, আলমগীর হোসেন টিটু, মেহের আলী, ওয়াসিম হায়দার, সাইদুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আসিফ ইকবল হীরকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।