বিদ্যুৎ বিভাগের টানা দু’দিনের প্রচেষ্টায় ফের চালু খাঁজা ওয়ার্ছী কোল্ড ষ্টোরেজ
বৈদ্যুতিক শর্ট সার্কিটে সমস্ত ওয়্যারিং লাইন ও মিটার পুড়ে যাওয়ায় শত শত বস্তা বীজ আলু সহ অন্যান্য পচনশীল কাচামাল পচনের আশঙ্কায় থাকা দেবহাটার সখিপুরের খাঁজা ওয়ার্ছী কোল্ড ষ্টোরেজটি টানা দু’দিনের অক্লান্ত প্রচেষ্টায় আবারো বিদ্যুৎ সংযোগ স্থাপনের মাধ্যেমে চালু করতে সক্ষম হয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মধুসুদন গাইনের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের একদল কর্মী ও কোল্ড ষ্টোরেজটির কর্মকর্তা কর্মচারীরা রবিবার ও সোমবার সারাদিন অবিরাম প্রচেষ্টা চালিয়ে সন্ধ্যায় পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনে সক্ষম হন।
পরবর্তীতে পুর্বের মতো আবারো চালু করা হয় খাঁজা ওয়ার্ছী কোল্ড ষ্টোরেজটি। এর আগে গত শনিবার সন্ধ্যায় শর্ট সার্কিট জনিত কারনে সমস্ত ওয়্যারিং লাইন ও বৈদ্যুতক মিটার পুড়ে যাবতীয় কার্যক্রম বন্ধ সহ পুরোপুরি বিকল হয়ে পড়ে কোল্ড ষ্টোরেজটি। এব্যাপারে খাঁজা ওয়ার্ছী কোল্ড ষ্টোরেজটির স্বত্তাধীকারী ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি বলেন, শর্ট সার্কিট জনিত দুর্ঘটনাটি ঘটার আগে কোল্ড ষ্টোরেজটিতে বহু কৃষকদের মজুদকৃত শত শত বস্তা বীজ আলু সহ অন্যান্য পচনশীল মালামাল সংরক্ষিত ছিলো।
কিন্তু বৈদ্যুতিক দুর্ঘটনার ফলে সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কোল্ড ষ্টোরেজের যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে পড়ে এবং কৃষকদের রক্ষিত বীজ আলু সহ অন্যান্য মালামাল পচে যাওয়ার তীব্র আশঙ্কা বিরাজ করছিলো। পরে টানা দু’দিনের প্রচেষ্টা শেষে আবারো কোল্ড ষ্টোরেজটি চালু করা সম্ভব হয়েছে।