গড়িয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাসান আলী
সাতক্ষীরা সদর উপজেলার এক নম্বর বাঁশদহা ইউনিয়নে বাঁশদহা গড়িয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আলী। আজ ২৭ অক্টোবর বেলা-১২ ঘটিকার সময় গড়িয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ৪জন অভিভাবক সদস্য হাসান আলী,আবুল হাসান,নিলুফা খাতুন,শাহিদা খাতুন। ২জন বিদে্যুাৎ সাহী সদস্য,হামিদ গাজী,তানজিলা খাতুন।
ওয়ার্ড মেম্বর মফিজুল ইসলাম। মাধ্যামিক শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ। শিক্ষক প্রতিনিধি জান্নাতুল নাজনীন। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জি। এই দশ সদস্যের মুল ম্যনেজিং কমিটির কন্ঠ ভোটের মাধ্যমে আবুল হাসান কে সভাপতি এবং আবুল হোসেন কে সহ-সভাপতি নির্বাচিত করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাওয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান,ডাঃ ফিরোজ হোসেন,আব্দুর রশিদ প্রমুখ। সমাপনি বক্তব্যে প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জি বলেন সরকারী নিয়ম অনুসারে অত্র বিদ্যালয়ের ম্যনেজিং কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন নব গঠিত ম্যনেজিং কমিটির সভাপতির কাছে আমাদের একটাই দাবি,যাতে বিদ্যালয়টি সুন্দর ভাবে পরিচালিত হয় এবং কোন শিক্ষক যেন কমিটির দ্বারা লাজ্ঞিত না হয়।