আশাশুনিতে রূপান্তরের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আশাশুনিতে প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ইন সাইথইস্ট বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সেভারন টেন্ট এর অর্থায়নে ওয়াটার এইড এর সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
স্বাগত বক্তব্য রাখেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন, প্রজেক্ট ম্যানেজার এমরান হাসান। সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখেন, ওয়াটার এইড হেড অব প্রোগ্রাম আফতাব ওপেল ও প্রোগ্রাম অফিসার ফারহানা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, দীপঙ্কর কুমার সরকার দিপ, আব্দুল আলিম মোল্যা।
সভায় আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল-ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক সমীর রায়, প্রধান শিক্ষক আবু ছাদেক, কামরুন্নাহার কচি, সিএইচসিপি বাবু প্রমুখ আলোচনা রাখেন। সভায় প্রজেক্টের ভিশন, উদ্দেশ্য, বেজলাইন জরিপ, বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকের পানির প্রাপ্যতা, স্যানিটেশন অবস্থা, ফলাফল, জলবায়ু সহিষ্ণ পানি স্থাপনা, উন্নত স্যানিটেশন সুবিধা, স্বাস্থ্যবিধি চর্চা ও চলমান কর্মসূচি অবহিত করা হয়।