গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরায় ইমাম ও আলেম ওলামাদের সাথে মতবিনিময়
গুজবে কান না দিয়ে গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাতক্ষীরায় ইমাম ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগন, সাতক্ষীরা ইসলামী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও ইসলামী চিন্তাবিদগন।
বক্তারা এসময় বলেন, দেশকে পিছিয়ে দেওয়া জন্য একধরনের কুচক্রী মহল গুজব রটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টিতে সর্বদা সোচ্চার। তাই কোন গুজবে কান না দিয়ে, গুজবকে প্রতিহত করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
Please follow and like us: