ক্যাসিনোকাণ্ড: দুই এমপিসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
অবৈধ ক্যাসিনো পরিচালনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় সংসদের এমপিসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এ-সংক্রান্ত চিঠি এসবি পুলিশের ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে। দুদকের তদন্ত কর্মকর্তা ও পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া দুই এমপি হলেন চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরী এবং ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন। এর মধ্যে সামশুল হক চৌধুরী জাতীয় সংসদের হুইপ।
অন্যরা হলেন- এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া, এনামুল হক এনু, রুপন ভূইয়া, লোকমান হোসেন ভূইয়া, নাবিলা লোকমান, ইসমাইল চৌধুরী সম্রাট, জাকির হোসেন, মোহাম্মদ শফিকুল আলম ফিরোজ, মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুল হাই, মো. সেলিম প্রধান, এনামুল হক আরমান, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মিজান, কাজী আনিছুর রহমান, সুমি রহমান, এ কে এম মমিনুল হক সাঈদ, মো. শফিকুল ইসলাম এবং প্রশান্ত কুমার হালদার।
চিঠিতে বলা হয়েছে, জি কে শামীমসহ অন্যান্যদের বিরুদ্ধে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে এবং দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা গেছে, অবৈধ ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে কমিশনের অনুসন্ধান চলমান রয়েছে। তারা দেশত্যাগ করলে দুদকের এই অনুসন্ধান কার্যকম ব্যাহত হবে। ফলে অনুসন্ধানে সহায়তা করার জন্য তারা যেন দেশে থাকেন, সে কারণেই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে কমিশন।