ছোট্ট দুই শিশুর দিকে তেড়ে আসছে বিষধর সাপ, ছবি ভাইরাল
পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল দুই শিশু। তারা বনের ভেতর দিয়ে হাঁটছিল। সে সময় তাদের দিকে তেড়ে এসেছিল একটি সাপ। বিষধর ইস্টার্ন ব্রাউন নামের সাপটি শিশুদের কোনো ক্ষতি না করেই অলক্ষ্যে বেরিয়ে যায়।
সম্প্রতি অস্ট্রেলিয়ার এস্কডালেতে মিট্টা মিট্টা নদীর পাশের একটি বনে এই ঘটনা ঘটেছে। ওই সময় বাচ্চা দুটির পেছন থেকে ছবি তোলেন তাদের মা।
সেই ছবিতে ধরা পড়ে মাটির সঙ্গে প্রায় মিশে থাকা সাপের ছবিও। নেটিজেনরা এখন ছবির মধ্যে সাপ খুঁজে বের করার ‘খেলা’য় মেতেছেন। বিষয়টিকে নিয়ে অনেকেই নানা কৌতুহলী মন্তব্য করেছেন।
এদিকে বাচ্চা দুটির মা ছবিটি তুললেও তাদের দাদা ছবিটি পাঠায় ‘স্নেক ক্যাচার ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া’ নামের একটি সংস্থার কাছে। ওই সংস্থা ছবিটি নিজেদের ফেসবুক পেজ থেকে সম্প্রতি আপলোড করেছে। এরপরই ছবিটি ভাইরাল হয়।
সেই পোস্টে স্নেক ক্যাচার ভিক্টোরিয়া লিখেছে, ওই দুই শিশু দেখিয়েছে ইস্টার্ন ব্রাউনের মতো বিষধর সাপের মুখে পড়লে কী ধরনের আচরণ করতে হবে।
অন্য একজন মন্তব্য করেছন, এই সাপ আক্রমণকারী নয়, কিন্তু এদের সম্মান না দেখালে বিপদের মুখে নিজেকে ঠেলে দেয়া হবে।