কালিগঞ্জ থানায় পুলিশিং কমিটির প্রস্তুতি সভায়,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি বলেছেন পুলিশের সেবার মান উত্তর উত্তর বৃদ্ধি করতে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে প্রতিটি ইউনিয়নে ও ওয়ার্ডে আলোচনার মাধ্যমে কমিটি পূর্ণগঠন করা হবে। কমিউনিটি পুলিশিং এর কাজ অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
ছোট খাটো বিরোধ সমস্যা গুলি আলোচনার মাধ্যমি নিষ্পত্তি করা। এলাকায় মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ সহ যে কোন অপরাধ নির্মূলে পুলিশকে সহায়তা করবে পুলিশিং কমিটি। পুলিশের সেবা পেতে কথা নয় কাজের মাধ্যমে পরিচয় হবে। তিনি গতকাল ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ থানার আয়োজনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (প্রবি) রাকিবুল ইসলাম, থানা ওসি তদন্ত মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম দুলাল, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোমনে ছোট, ধলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কুশুলিয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি কাজী মুজাহিদুল ইসলাম তরুন, ভাড়াশিমলা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ জালাল উদ্দিন।
সভায় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা পারভীন, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা শেখ অজিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। আগামী ২৬ অক্টোবর পুলিশিং কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ওয়ার্ড ও ইউনিয়ন পুলিশিং কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কমিটি পূর্ণগঠন করা হবে।