পাটকেলঘাটায় মাদক সম্রাট মাদক ব্যবসায়ী মমিনুর রহমান মনা ফেন্সিডিল সহ গ্রেফতার
পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আন্তজেলার মাদকের গডফাদার মমিনুর রহমান মনা কে, ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে। গতকাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক সম্রাট মমিনুর রহমান মনা পাটকেলঘাটার বাইগুনি গ্রামের মৃত সরফরাজ এর পুত্র।
জানা যায়, পাটকেলঘাটার ইতিহাসে মাদকের গডফাদার মাদক সম্রাট মাদক ব্যবসায়ী এই মমিনুর রহমান মনা সর্ববৃহৎ মাদক ব্যবসা ও চোরাকারবারিদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। এর আরও অনেক সদস্য এর নিজ গ্রাম ও পার্শ্ববর্তী বাইগুনি গ্রামেই থাকে। এই চক্রটি বর্তমানে প্রযুক্তি ব্যাবহার করে বিক্রয় করছে সকল প্রকার মাদক। এর সদস্যরা হলও পাটকেলঘাটা চৌগাছা গ্রামের, কমরেট গোলাম হোসেন, সুমম শেখ, শেখ বিল্লাল হোসেন, শেখ সফিকুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, ইউনুচ আলী। এরা সবাই ডিলার পার্টি। এছাড়া এদের মাদক বিক্রয় ও বহনকারী হিসাবে আলাদা একটা দল আছে।
এরা হলও, বাইগুনি গ্রামের, আছাদুল ইসলাম, চৌগাছা গ্রামের মটর সাইকেল চালক মুন্তাজ, বিল্লালের পুত্র শেখ খবিরুল ইসলাম শুভ, হুচাইন, ফিরোজ, তাছাড়া আশপাশের ভিনিন্ন গ্রামে জুড়ে এদের সদস্য ছিরিয়ে ছুটিয়ে আছে। বিগত বছর খানেক আগে এই চক্রটি পাটকেলঘাটাকে মাদকের রাম রাজ্বে মরিনত করে তুলেছিলো। থানা এলাকায় দিনরাত সকল প্রকার ভ্রাম্যমাদ মাদক অপেন খুচরা ও পাইকারী কিক্রয় করতে দেখা যেতো। এদের মাদকের তালিকায় ছিলও, ফেন্সিডিল, ইয়াবা, গাজা, ও মরন নেশা হেরোইন। হাত বাড়ালেই মিলত সকল প্রকার মাদক।
শত শত মাদকের মামলা আছে এদের নামে বেনামে। সরাকের মাদকের উপর কঠরভাবে চড়াও হলে এই ব্যবসায়ীরা কিছুদিন আত্ম গোপনে থাকলেও। বর্তমানে এই চক্রটি আবার মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। তারই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদুল মুর্শেদ এর নির্দেশে, এস আই এনামুল ইসলাম, এস আই কালাম হোসেন ও সঙ্গীয় ফোর্স মিলে বিশেষ অভিযান পরিচালনা করে, থানাধিন বাইগুনি গ্রাম এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় মাদক সেন্সিডিল সহ তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।বিষয়টি পাটকেঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদুল মুর্শেদ নিশ্চিত করেন।