শ্যামনগরে ফেনসিডিল সহ ব্যবসায়ী আটক
শ্যামনগর থানা পুলিশ পেশাদার ফেনসিডিল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম টুটুল (৩৯) কে ফেনসিডিল সহ আটক করেছে। আজ শুক্রবার রাত ৩টার দিকে উত্তর আটুলিয়া বালিকা বিদ্যালয়ের পাশ থেকে পুলিশের সহকারী পরিদর্শক এস আই শেখ নুর কামাল এর নেতৃত্বে পুলিশদল তাকে আটক করে।
এসময় তল্লাশি করে তার কাছ থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে পুলিশ দল। জাহাঙ্গীর উত্তর আটুলিয়া গ্রামে মুনসুর গাজীর ছেলে। এঘটনায় ৪জন কে আসামী করে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং- ২২। অন্যান্য আসামীর হচ্ছে- আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের গফফার মোল্যার পুত্র আবু হাসান, আসাদুল ও জোব্বার গাজী।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে জানান, ফেনসিডিল বিক্রির খবর গোপনে জানতে পেরে পুলিশ দল ঘটনাস্থলে ৪০ বোতল ফেনসিডিল সহ জাহাঙ্গীর কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।