ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া’র আমন্ত্রণে দুই দিনের ভারত গমন
ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া’র আমন্ত্রণে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের ভারত গমন। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত হয়ে ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ১৩ সদস্য এই প্রতিনিধি দল দুই দিনের সফরে কলকাতায় গেলেন।
এসময় ভোমরা ইমিগ্রেশনের পুলিশ ইনচার্জ শেখ জুয়েল আহমেদ প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান এবং ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পর্যন্ত সাথে ছিলেন। প্রতিনিধি দলে রয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাবেক সহ-সভাপতি মো. মহসীন হোসেন বাবলু, সহ-সভাপতি গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শেখ তহিদুর রহমান ডাবলু, বরুণ ব্যাণার্জী, সাবেক সদস্য শওকত হায়দার প্রমুখ। ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত এই ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ১৮৩ বছরে পদার্পন করেছে উপমহাদেশের মধ্যে সেরা লাইব্রেরির তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটি। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কার্যকরী পরিষদের সদস্যরা তাদের সাথে অভিজ্ঞতা আদান প্রদানের মধ্য দিয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিকে আরো সামনের দিকে এগিয়ে নেবে। মুক্ত জ্ঞান চর্চার মাধ্যম হিসাবে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি।